
পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন।
রবিবার (৯ নভেম্বর) তিনি বনানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নৌবাহিনী সদর দপ্তরে আগমনের পর অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানান নৌপ্রধান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং নৌসেনা সম্পর্কিত পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই বর্তমান সম্পর্ক আরও দৃঢ় করার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। এই সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌপ্রধানের পিএসও এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।