
নোয়াখালীর হাতিয়া থেকে মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টা রোধ করেছে কোস্টগার্ড। এ অভিযানে ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে এবং ৩টি বোটসহ প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া নৌপরিবহন ও নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।”
অভিযানে সন্দেহভাজন ৩টি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১,১৯৪ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এসব সারের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।
আটককৃতদের মধ্যে রয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকার বিভিন্ন এলাকা ও নোয়াখালীর স্থানীয়রা। তাদের নামের মধ্যে আছেন আবুল কাশেম (৪৫), সালাউদ্দিন (২৮), সোহেল (৩৫), বাহার (৫৭), আক্তার হোসেন (২৮), আনোয়ার হোসেন (৩৭), সাহেল (২৮), নেছার উদ্দিন (৩৭) এবং তার ছেলে সম্রাট মিয়া (১৬)।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ পরে তাদের আদালতে চালান করলে আদালত কারাগারে প্রেরণ করেছেন।”
এ ঘটনায় কোস্টগার্ডের অভিযান মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ চক্র ভেঙে দিয়েছে বলে মনে করা হচ্ছে।