
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদের স্বজনরা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পুলিশের আইজিপি, সংশ্লিষ্ট আদালতের বিচারপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করেছেন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি তোলেন নিহত শিক্ষার্থীদের পরিবারবর্গ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তায়িমসহ অন্যান্য নিহতদের হত্যাকারীদের জামিনের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, শহীদ জুলাই সোসাইটির সাধারণ সম্পাদক ও ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল, শহীদ পরিবারের সদস্য বুলবুল কবীর, শহীদ শেখ শাহরিয়ার মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন এবং শহীদ আলভীর বাবা আবুল হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, “এক বছর পার হয়ে গেলেও এখনও কোনো হত্যার বিচার হয়নি। অথচ আসামিদের গ্রেপ্তার করলেও আদালত থেকে তারা জামিন পাচ্ছে। সরকার শহীদ পরিবারের দাবি ভুলে গেছে। এভাবে বিচার প্রক্রিয়া চললে জনগণ ভিন্নভাবে প্রতিবাদে নামতে বাধ্য হবে।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সন্তানরা আমাদের শিখিয়ে গেছে, কীভাবে রাস্তায় প্রতিবাদ করতে হয়।”
শহীদ পরিবারের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়:
১. যেসব হাইকোর্ট বেঞ্চ থেকে আসামিদের জামিন দেওয়া হয়েছে, সেই বিচারপতিদের বরখাস্ত করতে হবে।
২. দীর্ঘদিন ধরে আসামিরা জামিন পেলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।
৩. আসামিদের গ্রেপ্তারে স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে।
৪. একই কারণে পুলিশের আইজিপির পদত্যাগও দাবি করা হয়।
শহীদ পরিবারের স্বজনরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচিতে নামবেন।