
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইসহাক দারের সফরসঙ্গী হিসেবে ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর তারিক বাজওয়া এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) ইমরান আহমেদ সিদ্দিকী।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।