
বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা সিটির উত্তরা ও শেরে বাংলা নগর এলাকায় পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে চারটি মোবাইল কোর্ট চালিয়েছে। অভিযানে ৮টি মামলার মাধ্যমে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) এসব অভিযান চালানো হয়।
ঢাকা সিটির উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
ঢাকার মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে একটি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা/ব্যাটারি গলানোর দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।