
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি এক নারীর বাড়িতে অনশন শুরু করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনভর বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা মাহিনুর বেগমের বাড়িতেই তিনি অবস্থান করেন।
বৃদ্ধ আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। তিনি জানান, “আমার স্ত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তারপর থেকে বিয়ে করার জন্য বিভিন্ন মেয়ের সঙ্গে দেখা করি। দুই মাস আগে মাহিনুরের সঙ্গে পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। এর সূত্র ধরে মাহিনুর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫–৪০ হাজার টাকা নেয়। কিন্তু হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে। আমি তার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে ভুল ঠিকানা দেয়। এরপর কয়েক দিন খোঁজাখুঁজি করে আজ সকালে তার বাড়িতে আসি।”
তিনি আরও অভিযোগ করেন, “হয় সে আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। মাহিনুর আমার সঙ্গে প্রতারণা করেছে, তাই তার উপযুক্ত বিচারের দাবি জানাই।”
স্থানীয়রা জানান, মাহিনুর ওই এলাকায় পরিচিত হলেও তার চরিত্র ভালো নয়। অভিযোগ, সে বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি টের পেয়ে মাহিনুর আত্মগোপনে চলে যান। পরে ফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন।
স্থানীয় ইউপি সদস্য পলাশ ফকির বলেন, “দুজনই একাধিক বিয়ে করেছেন। বর্তমানে বৃদ্ধ অনশনরত নন। তাদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।”
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”