
পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোর আগামী শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত ঢাকার যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে।
অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাদের পরীক্ষা পড়েছিল, তাদের পরীক্ষা ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হবে।’
পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে প্রবেশপত্র পেতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।