
ঢাকার মিরপুরে শিয়ালবাড়ী এলাকায় একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে বিস্ফোরণের পর এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা কসমিক ফার্মা নামের কেমিক্যাল গুদামেও। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। আগুন নেভাতে কাজ করে সেনাবাহিনীর সদস্যরাও। সাধারণ মানুষের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতায় এগিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, “গার্মেন্টস কারখানার আগুনে এখন পর্যন্ত ৮ জন দগ্ধ হয়েছে। গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন ধরণের রাসায়নিক থাকার কারণে কেমিকেল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।”