
আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে বিদেশে থাকা বাংলাদেশিদের আগ্রহ দ্রুত বাড়ছে। ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৯২ হাজার ৩৮৫ জন প্রবাসী। এর মধ্যে ৭৭ হাজার ৫৪৪ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪১ জন নারী।
রোববার ৩০ নভেম্বর সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
এটি হচ্ছে প্রথম জাতীয় নির্বাচন যেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন বিদেশে অবস্থানরত ভোটার, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা। অংশ নিতে হলে অবশ্যই অ্যাপে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৮৬ হাজার ১৩২ জন প্রবাসী।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট প্রদান শেষে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।