
লক্ষ্মীপুরে অফিস ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নের জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
প্রশিক্ষণে প্রথম ব্যাচে লক্ষ্মীপুর পৌরসভা ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌর প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "পৌরসভা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কাজ যদি গোছানো থাকে, তাহলে জনগণকে সেবা দেওয়া সহজ হয়। তাই হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ কাজের গতি বাড়িয়ে দেয়। আশা করি এ প্রশিক্ষণের মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে এবং জনগণ আরও ভালো সেবা পাবে।"