.jpg)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্র-জনতা। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে আখ্যা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি ঘিরে সেগুনবাগিচায় তার বাসার সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৫ আগস্ট) সকাল থেকেই দুদক কার্যালয়ের পাশের ওই বাসার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সেনা সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল ঘটনাস্থলে।
একজন বিক্ষুব্ধ ছাত্র নাম প্রকাশ না করে বলেন, “বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদের রাজাকারের বাচ্চা বলছেন, কালো শক্তি বলছেন। তিনি বলছেন আমরা নাকি ২৪-এ অভিনয় করছি। আজকে তার বাসার সামনে এসেছি—এবার গ্রেফতারের অভিনয়ও হবে।”
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, প্যাসিভ আন্দোলন করছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের এই সুশীল আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এখন আর নরম আন্দোলন নয়। যে কেউ ২৪-এর আন্দোলনকে খাটো করার চেষ্টা করবে, আমরা সামনাসামনি তার জবাব দেবো।”
বিক্ষোভের পাশাপাশি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এদিকে দলীয় প্রতিক্রিয়ায় বিএনপি তাকে শোকজ করেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।