
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী তাকে হত্যার হুমকি দিয়েছে। তিনি দাবি করেন, তার নাম বিকৃত করে ‘ফজু পাগলা’ বলছে জামায়াত এবং হত্যার ষড়যন্ত্র করছে।
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন।
ফজলুর রহমান বলেন, বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে দুজন আমাকে হত্যার অর্ডার দিয়েছে। আমার বাড়ির সামনে মব তৈরি করা হচ্ছে। জামায়াতের লোকজন প্রকাশ্যে বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। আমার জীবনের নিরাপত্তা সাংবিধানিক অধিকার। মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে বাঁচার অধিকার আমার আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করছি, আমার ও পরিবারের জীবন রক্ষার ব্যবস্থা করুন।
৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কখনো বলিনি যে ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে। আপনারা আমার সব বক্তব্য শুনুন। কোথায় আমি এটা বলেছি তা প্রমাণ করুন। পুরো ভিডিও দেখে যদি প্রমাণ করতে পারেন, আমি ক্ষমা চাইব। শোকজের জবাব আমি আমার দলকেই দেব।
তিনি আরও বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই আমি তাদের বিরোধিতা শুরু করেছি। মুক্তিযুদ্ধের বিষয়ে আমি কখনো আপস করিনি, করবও না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আর জামায়াত স্পষ্টভাবেই মুক্তিযুদ্ধের বিপক্ষে।