
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ আগুনের ঘটনায় আরও এক ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য জান্নাতুল নাঈম।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর একটি রাসায়নিক কারখানার গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন নাঈমসহ আরও কয়েকজন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে, যাদের মধ্যে তিনজনই ফায়ার সার্ভিসের সদস্য এবং একজন স্থানীয় ব্যবসায়ী।
শনিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে জান্নাতুল নাঈমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, “নাঈমের আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।” তিনি নিহত ফায়ার ফাইটারের পরিবারের প্রতিও সমবেদনা জানান।
নাঈমের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, “ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ফায়ার ফাইটার জান্নাতুল নাঈম শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালে মারা যান।”
২২ সেপ্টেম্বরের ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন একাধিক ব্যক্তি। তাদের মধ্যে ২৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং পরদিন ২৪ সেপ্টেম্বর মারা যান আরেক সদস্য নুরুল হুদা।