
বাংলাদেশে আর কখনো ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সেবার ধরন, প্যাকেজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
ফয়েজ তৈয়্যব বলেন, উপকূলীয় বন্যা-ঝুঁকিপূর্ণ ও প্রযুক্তি-সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের ১৭ জুলাই সারাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা দেশে তথ্যপ্রযুক্তি খাতে এক অন্ধকার অধ্যায় সৃষ্টি করেছিল। তিনি বলেন, “আজ সেই ঘটনার এক বছর পূর্তি। এ দিনে আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি—বাংলাদেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।”
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, ভবিষ্যতে যেন কেউ ইচ্ছামতো ইন্টারনেট শাটডাউন করতে না পারে, সে জন্য টেলিযোগাযোগ আইনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।