
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই মাসের শেষের দিকে একটি লঘুচাপ গঠিত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের মধ্যে ওই এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে।