
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জ, বান্দরবান, যশোর, সুনামগঞ্জ, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এ সময় ৬টি মামলার মাধ্যমে মোট ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়, ১ জন পলিথিন ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ১,৪৫২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে মানিকগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলার মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।
যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের রমনা এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ৭টি মামলার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
অপরদিকে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ২টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।