
বলিউডের জনপ্রিয় জুটি আরবাজ খান ও মালাইকা আরওরা ২০১৬ সালে বিচ্ছেদ ঘটান। এরপর মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক শুরু করেন, যা স্থায়ী হয়নি। আরবাজ খানও পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরওরা জানিয়েছেন, তিনি সবসময়ই আরবাজের সঙ্গে জীবনের বাকি সময় কাটাতে চেয়েছিলেন। তবে তা সম্ভব হয়নি। তিনি স্পষ্ট করেছেন, এই বিচ্ছেদের কারণে তার ভালোবাসায় আস্থা হারানো হয়নি এবং অতীতের সম্পর্ক নিয়ে অনুতাপও করছেন না। মালাইকা বলেন, “যা হওয়ার ছিল, তা হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমরা দু’জনেই সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি। শেষপর্যন্ত বুঝতে পেরেছি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখতে হবে। আমি সেই বিয়েতে সুখী ছিলাম না।”
মালাইকার মতে, “আমার সিদ্ধান্ত হয়তো অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমি যা ঠিক মনে করেছি, তাই করেছি। এই সিদ্ধান্ত আমাকে আরও ভালো হতে সাহায্য করেছে। আমার ছেলে ও এই সিদ্ধান্তে খুশি।”
এই সাক্ষাৎকারে মালাইকা স্পষ্ট করেছেন, ব্যক্তিগত সুখ ও সন্তানের মঙ্গলই তার সিদ্ধান্তের মূল ভিত্তি ছিল।