
এক হৃদয়বিদারক ট্র্যাজেডির পর শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি জানানো হলো সশ্রদ্ধ শ্রদ্ধা। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো এই শিক্ষিকার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বুধবার, ২৩ জুলাই, নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে মাহেরীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পক্ষ থেকে প্রেরিত একটি প্রতিনিধি দল।
শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে দলটি মরহুমার আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে।
বাংলাদেশ বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’
ঘটনার দিন ছিল সোমবার, ২১ জুলাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলছিল তখন। হঠাৎ পাশের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায় ভবনজুড়ে। আতঙ্ক আর ধোঁয়ার ঘনঘটায় চারদিকে ছুটোছুটি, কিন্তু সেই সময়েও শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান মাহেরীন চৌধুরী।
শেষ পর্যন্ত তিনিও আগুনের ফাঁদে আটকে পড়েন। তার শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত ৯টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর এই আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।