
লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহায়তায় দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এই বাংলাদেশিরা লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করছিলেন।
এক সরকারি কর্মকর্তা জানান, বুধবার আইওএমের সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। আজ সকালে বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে তারা নিরাপদে দেশে পৌঁছান।
প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এর মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
কর্মকর্তারা জানান, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে।