.png)
বাংলাদেশে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘দিল পরিষ্কার’ মন্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও বাংলাদেশের জন্য অপমানজনক বলে কঠোর নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির মতে, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হলে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
রোববার (২৪ আগস্ট) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের উচিত ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের ওপর তাদের সরকার ও সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের নৃশংসতম গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।
জাসদ আরও অভিযোগ করে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের আচরণ ও বক্তব্য দেখে মনে হচ্ছে, তারা যেন আবারও সাবেক পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করেছে।
সংগঠনটি দাবি করে, বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে ও অশুভ তৎপরতা চালাচ্ছে, তার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান মরিয়া হয়ে বাংলাদেশকে তাদের সন্ত্রাসবাদী রাজনীতির পরীক্ষাক্ষেত্র বানাতে চাইছে। তবে পাকিস্তানের মনে রাখা উচিত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ জন্ম নিয়েছে এবং আজ গৌরবের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।