
রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে বাসে অগ্নিসংযোগ ও গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। শুক্রবার সকালে সেনপাড়া এলাকার মেট্রোরেল ২৬৬ নম্বর পিলারের নিচে ঘটে এ ঘটনা।
কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সকালে আলিফ পরিবহনের একটি বাস থামিয়ে তিনজন ব্যক্তি হামলায় অংশ নেয়। তাদের মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেয় এবং বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর নিচে থাকা অপরজন বাসের জানালার কাঁচ লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলা ছিল আলিফ পরিবহনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। ওসি মামুন বলেন, "এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে।"
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, "খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।"
এ ঘটনায় থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।