
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ঝুমুর চত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
ছাত্র-জনতা সড়ক অবরোধ করে ‘হাদি হাদি, আজাদী আজাদী’, ‘হাদি হত্যার বিচার, করতে হবে করতে হবে’, ‘আপস না, সংগ্রাম’, ‘আমার ভাই কবরের খুনি কেন বাহিরে, লীগ ধর বিচার কর’ এমন স্লোগান দিতে দেখা যায়। পরে আন্দোলনকারীরা হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
তারা বলেন, ‘হাদি এক প্রচণ্ড দ্রোহ ও বিপ্লবের নাম। হাদি এক সংগ্রামের নাম। হাদিরা কয়েক শতকে একবার জন্মায়। হাদির মৃত্যুর রহস্য উদঘাটন করতে হবে। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।’ এ সময় বক্তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।