
নব্বই দশক থেকেই দেশের নানা প্রান্তে ঘুরে শেকড়ের গল্প তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। শুধু বিনোদন নয়, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটনের বার্তা নিয়ে প্রতিবার হাজির হয় এই আয়োজনে।
সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয় প্রায় শতবর্ষ প্রাচীন ব্রিটিশ আমলের ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুল প্রাঙ্গণকে।
ধারণ উপলক্ষে পুরো ভোলাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধ লাখ দর্শক ভিড় করেন প্রিয় অনুষ্ঠান সরাসরি দেখার জন্য। স্থানীয়দের ভাষ্য, ভোলায় এর আগে কোনো সাংস্কৃতিক আয়োজনে এত মানুষের সমাগম ঘটেনি। বৃষ্টি সত্ত্বেও অনেক দর্শক আশপাশের ভবনের ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটি উপভোগ করেন।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এবারের পর্বে দুটি গান রাখা হয়েছে। এর মধ্যে ভোলাকে কেন্দ্র করে মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে একটি পরিচিতিমূলক গান পরিবেশন করেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। অন্য গানটি ‘আমাকে না বলে’, কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। এর সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।
অনুষ্ঠানের নিয়মিত দর্শকপর্বে ভোলাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনজন দর্শক নির্বাচিত হন। তারা অভিনয়ের মাধ্যমে অংশ নেন ভোলার সন্তান জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে, যা দর্শকদের বিশেষভাবে আনন্দ দেয়।
বিশেষ আকর্ষণ হিসেবে এবারের আয়োজনে রয়েছে পর পর দু’বার এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি এম এ মুহিতের সাক্ষাৎকার। দ্বিতীয়বার তিনি ও নিশাত মজুমদার যখন একসঙ্গে এভারেস্ট জয় করেন, তখন তাঁদের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখা— সেই গল্পও মিলবে এই পর্বে।
এছাড়াও ভোলা জেলার বিভিন্ন উপজেলা নিয়ে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন, ভোলা গ্রাম ও গুলশানকে ঘিরে অনুসন্ধানী প্রতিবেদন, মহিষের বাথান ও মহিষ নিয়ে একটি তথ্যচিত্র এবং দুর্ঘটনায় জেলে পরিবারের করুণ বাস্তবতা তুলে ধরা হয়েছে। বিদেশি প্রতিবেদনে থাকছে চীনের বেইজিংয়ের সামার প্যালেস।
বরাবরের মতো কুশলী সাংবাদিক-নাতি পর্বে মজাদার সংলাপ দর্শকদের বিনোদন দেবে। চিঠিপত্র, নাট্যাংশ ও সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের বার্তাও থাকছে আগের মতো।
‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় এবারও ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আগামী ২৯ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে পর্বটি।