
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি শাখা পরিবর্তনের সুযোগ রাখছে। কেউ চাইলে প্রতিষ্ঠান পরিবর্তন করেও পড়ালেখা চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী।
রোববার (৩ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো শিক্ষার্থী এখান থেকে অন্য কোনো ক্যাম্পাস বা শাখায় যেতে চায়, তবে অভিভাবকদের আমরা বলেছি—তাদের যেখানে খুশি সেখানে নিয়ে যান। তবে এমন জায়গায় নিয়ে যান, যেখানে তার বন্ধুবান্ধব আছে, যেন সে মানসিক স্বস্তি খুঁজে পায়।”
তিনি আরও বলেন, নতুন পরিবেশে গিয়ে শিক্ষার্থীরা অনেক সময় মানিয়ে নিতে পারে না। বরং পরিচিত বন্ধু ও পরিচিত পরিবেশে থাকলে তাদের মানসিকভাবে স্থিরতা ফিরে পেতে সুবিধা হয়। তাই শাখা বদলের ক্ষেত্রে পূর্বপরিচিত বন্ধু-বান্ধবের উপস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সরকারের ভূমিকাকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে নুরুন নবী বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় খুব সহযোগিতা করছে। ইতিমধ্যে ভারত, চীন ও সিংগাপুর থেকে দক্ষ চিকিৎসক আনা হয়েছে। এ ধরনের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে উন্নত চিকিৎসার প্রয়োজন, সরকার সেটা নিশ্চিত করছে।”
তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি আপাতত পাঠদান কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। সেখানে কোনো ধরনের ক্লাস বা শিক্ষাপ্রক্রিয়া পরিচালিত হবে না। তার কথায়, “ঐ জায়গায় এই মুহূর্তে ক্লাস পরিচালনা করার প্রশ্নই ওঠে না। সরকার তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই ঐ বিল্ডিং নিয়ে করণীয় ঠিক করবে।”