
ঢাকার উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বর। সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী হতাহত হয়, এর মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফসি আক্তার রাফিয়া—যে এখনো শুধুমাত্র ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া কিছুই বলতে পারছে না।
রাফিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। একজন গণমাধ্যমকর্মী বিকেলে বিষয়টি নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন। তিনি লেখেন, “Rafsi Akter Rafia, Class:Four, Code:2357, Milestone school& collage। ‘খালপার ২ নম্বর ব্রিজ’ আর তেমন কিছু বলতে পারছে না। রাফিয়ার মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করেন। বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।”
এর আগে দুপুর ১টার কিছু পর রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট অজানা কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং ভবনসহ বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত কিংবা নিহত হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার শুরু করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে যোগ দেয়। আহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।