
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় এসে পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পাঁচ সদস্যবিশিষ্ট এই মেডিকেল টিমে রয়েছেন বার্ন চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তাররা, যারা চীনের হুবেই প্রদেশের থার্ড হাসপাতালে কর্মরত।
চীনা বিশেষজ্ঞরা শুক্রবার সকাল থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিমানবন্দরে চিকিৎসকদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হি ই মি ইয়াও ওয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জেসমিন সুলতানা মিলকি।
এই ঘটনায় সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে চীন হচ্ছে তৃতীয়। এর আগে ভারত ও সিঙ্গাপুর থেকেও মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের একটি ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।
ঘটনার সময় ভবনে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিল। আগুন ও ধ্বংসস্তূপে অনেক শিক্ষার্থী ও কর্মী হতাহত হন। সরকারিভাবে জানানো সর্বশেষ তথ্যমতে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন।