
নতুন বছরের ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল নির্ধারণে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম।
এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শাখা ও উপশাখাভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রার (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ-ক্ষতি, ঋণ আদায়, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স) অগ্রগতি খাতভিত্তিকভাবে মূল্যায়ন ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের কর্মপরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি মোঃ আতাউর রহমান তার বক্তব্যে ব্যাংকের সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহের পাশাপাশি নন-ফান্ডেড ব্যবসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম ২০২৬ সালের জন্য নির্ধারিত আমানত, ঋণ ও অগ্রীম, লাভ-ক্ষতি, ঋণ আদায়, আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স সংক্রান্ত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।