
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলীকে বহিষ্কার করা হয়েছে। স্কলারশিপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে জার্মানভিত্তিক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার (রহমত) বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ ওঠার পর সংস্থাটি তাকে বহিষ্কার করে। নিয়োগ থেকে বেতন সব কিছুই তারা পরিচালনা করে, তাই সিদ্ধান্তও তারাই নিয়েছে। এখন তারা নতুন একজন ইন্সট্রাক্টর নিয়োগ দেবে।”
অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায়, তিনি এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে লিখেছেন— “তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ... আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সঙ্গে থাকবে তো?”—এ ধরনের বার্তা।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন, ইন্সট্রাক্টর হয়েও তিনি নিয়মিত ক্লাস নিতেন না। তাদের দাবি, রাজনীতি ও বিভিন্ন আন্দোলনে জড়িত থাকায় তিনি প্রায়শই অনুপস্থিত থাকতেন। তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, “তিনি (রহমত আলী) নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইতো তখন আসতেন।”
এ বিষয়ে রহমত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং স্ক্রিনশটগুলো সম্পাদনা করে ছড়ানো হয়েছে।