
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে। রাতভর নেমে আসা বৃষ্টির কারণে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে নিম্নাঞ্চলে পানি জমে দুরাবস্থার সৃষ্টি হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু এলাকায়, ঢাকার কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।