
কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন।
নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা, যিনি কিমা চারা নামেও পরিচিত। তার বাড়ি রাঙ্গামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামে। তিনি মং শিপ্রু মারমার ছেলে।
পুলিশ জানায়, থুই নু মং মারমা দীর্ঘদিন ধরে ওই বিহারে অবস্থান করছিলেন। রবিবার সকালে বিহারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
ওসি মো. আরিফ হোসাইন বলেন, “স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ফ্রিজিংয়ে রাখা হবে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”