
রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকালে মার্কেটের পঞ্চম তলায় হঠাৎ আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের তলা পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, "মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।"
তবে অগ্নিকাণ্ডের সময় ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বহু মানুষ অবস্থান করছিলেন। তাদের নিরাপত্তার ঝুঁকি থাকলেও কেউ নিচে নামতে চাইছেন না। মাইকিং করেও বারবার সতর্ক করেও তাদের সরানো যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দোলন আরও বলেন, “আমাদের ধারণা, ওই দোকানগুলোতে কর্মচারীদের থাকার ব্যবস্থা আছে। তাই তারা সেখানে অবস্থান করছেন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সবাই নিরাপদে নিচে নেমে আসে।”
এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে সবাইকে সরিয়ে আনার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “সকাল ১০টায় আমরা আগুন লাগার খবর পাই। এরপর একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।”