
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভোরের নিস্তব্ধতায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ইউসুফ হোসেন (৩২) নামের এক মাছ ব্যবসায়ী।
শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনজামাই সাইদুল ইসলাম জানান, ইউসুফ প্রতিদিন ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরে মাছ নিয়ে তিনি বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। “এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়,” বলেন সাইদুল। পরে খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে সংরক্ষণ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে উত্তরা পূর্ব থানায় অবহিত করা হয়েছে বলে তিনি জানান।