
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে হতাহতের তথ্য গোপন করার যে অভিযোগ উঠেছে, তা সরাসরি অস্বীকার করেছে সরকার। মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে সরকার, সেনাবাহিনী, স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। নিহতদের প্রত্যেকের পরিচয় যাচাই করা হচ্ছে এবং যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া, ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যেন বিভ্রান্তিকর তথ্য না ছড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে, কোনো তথ্য গোপন করা হচ্ছে না এবং ঘটনার প্রতিটি দিক স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।
নিখোঁজদের শনাক্তে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি, দুর্ঘটনার শিকার কারও পরিচিত কেউ এখনো নিখোঁজ থাকলে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এজন্য স্কুলে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে তথ্য সংগ্রহ ও সহায়তা প্রদান চলমান রয়েছে।
সরকার আশ্বস্ত করেছে, এ মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য গোপন নয়, বরং নির্ভুল তথ্য উপস্থাপনই তাদের লক্ষ্য।