
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম দেশের সব হাসপাতালকে আহতদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হাসপাতাল ছাড়াও দেশের সব বেসরকারি হাসপাতালগুলোতে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। যদি কোনো হাসপাতালে চিকিৎসা দিতে না পারা যায়, তবে রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে জানা যায়, গতকাল দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অনেক স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগই আহত বা নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে। এরপর সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে যোগ দেয়। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সবশেষ পাওয়া তথ্যমতে, এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও শতাধিক। সরকারের পক্ষ থেকে আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।