
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজ পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন।
সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন ক্যাম্পাসে উপস্থিত হন ড. আসিফ নজরুল। পরে তিনি দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন। তবে ফেরার পথে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর তিনি কলেজের অন্য ভবনের দিকে গেলে সেখানে গিয়েও একই ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্পষ্ট করে জানায়, তারা কোনো ধরনের আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায়। কলেজ চত্বর থেকে বের হওয়ার সময় প্রশাসনের কয়েকটি গাড়িকে ঘিরে ধরে শিক্ষার্থীরা একই রকম প্রতিবাদ জানান। তাদের মূল দাবি, যথাযথ তদন্ত ও দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে দিয়াবাড়ী গোলচত্বরে প্রধান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সঠিক লাশের হিসাব চাই’ এমন নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা অবস্থান নেয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নিহতদের নাম ও পরিচয় প্রকাশ
২. আহতদের পূর্ণাঙ্গ তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের দুর্ব্যবহারের জন্য প্রকাশ্যে ক্ষমা
৪. প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ
৫. পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ কার্যক্রম ও এলাকা পুনর্বিন্যাস করে নিরাপদ ব্যবস্থা গ্রহণ
এদিকে উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি মাত্র ১২ মিনিট আগে উড্ডয়ন করেছিল এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এককভাবে বিমানটি পরিচালনা করছিলেন। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং আশপাশে থাকা অনেক শিক্ষার্থী হতাহত হয়।
ঘটনাটি গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবক মহলে। তারা এখন শুধু জবাবদিহি নয়, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ দেখতে চান।