
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর বিক্ষোভরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল:
১। নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২। আহতদের নির্ভুল তালিকা
৩। শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের অসদাচরণের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা
৪। প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ
৫। পুরোনো ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬। প্রশিক্ষণ কার্যক্রম ও এলাকা পুনর্বিন্যাস
তবে উপদেষ্টার ঘোষণা শিক্ষার্থীদের মাঝে প্রত্যাশিত সাড়া ফেলেনি। তারা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর ‘ভুয়া ভুয়া’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ নম্বর ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ সময় ভবনের ভেতরে আটকা পড়ে যান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও একজন সরকারি প্রতিনিধি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা কলেজ চত্বরের গোলচত্বরে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারের প্রতিনিধি পাঠানোর আল্টিমেটাম দিয়েছিলেন। সময়সীমা পেরিয়ে গেলেও স্পষ্ট প্রতিক্রিয়া না পাওয়ায় উত্তেজনা চরমে ওঠে এবং আন্দোলন আরও তীব্র হয়ে পড়ে।
সরকারি আশ্বাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা তাদের একটাই দাবি, "আশ্বাস নয়, বাস্তবায়ন চাই।"