
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ইরান যদি শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে আগ্রহী হয়, তবে যুক্তরাষ্ট্র সব সময়ই সরাসরি আলোচনা চালাতে প্রস্তুত।
শুক্রবার (২৯ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক প্রস্তুতি ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়; বরং এটি আলোচনার ভিত্তিকে আরও শক্তিশালী করে। তিনি ইরানের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, শান্তির পথে ফিরে আসে এবং ইরানি জনগণের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করে।
রুবিওর এ বক্তব্যের প্রেক্ষাপটে জানা যায়, সম্প্রতি ইরান পারমাণবিক সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে। এই প্রক্রিয়ার আওতায় ইরানের বিরুদ্ধে পূর্বে স্থগিত করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার পথ তৈরি হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে দাঁড়ায়। এরপর থেকে ইরান ধাপে ধাপে চুক্তির শর্ত ভঙ্গ করতে থাকে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বর্তমানে পরিস্থিতি জটিল হয়ে উঠলেও সরাসরি সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ খোলা রাখছে বাইডেন প্রশাসন।