
প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ যেই ভাষায় রাজনীতি করত, এখন তাদের কিছু পুরনো বন্ধু সেই ভাষায় ও একই রকম রাজনীতি শুরু করেছেন। তিনি বলেন, যদি ভাষা, আচরণ ও দমন-পীড়নের ধরণ বদল না করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কি প্রয়োজন ছিল এবং এত মানুষের প্রাণ হারানোর কি মানে ছিল?
শুক্রবার (৮ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
মাসুদ সাঈদী আরও বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ রাজাকারদের ব্যবসা চালিয়েছে। তখন ছাত্র-জনতা রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আজকের দিনে তাদের কিছু বন্ধু আবারও সেই ব্যবসায় জড়িয়ে পড়েছে। তিনি প্রশ্ন তুলেন, যারা একুশ বছর জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তখন তারা রাজাকার ছিল না? আজ হঠাৎ কেন জামায়াতে ইসলামীকে রাজাকার হিসেবে প্রচার করা হচ্ছে? তিনি এ ধরনের বিভাজন সৃষ্টির রাজনীতিকে ভারতের প্রভাবিত ও ষড়যন্ত্রমূলক বলেও উল্লেখ করেন।
পথসভায় ভোটারদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, পাঁচশত মানুষের জন্য মসজিদে ইমাম নির্বাচনের সময় যেমন নিরপেক্ষ বিচার-বিবেচনা হয়, তেমনি তিন-চার লক্ষ মানুষের এই সংসদীয় আসনের প্রতিনিধিও তাই নির্বাচিত হওয়া উচিত। ভালো নেতৃত্ব নির্বাচিত না হলে অতীতের মতো অত্যাচার, নিপীড়ন ও দুর্নীতি আবারও ফিরে আসবে।
তিনি তার পিতা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পিরোজপুরের উন্নয়নের স্বপ্ন ও রোডম্যাপ তুলে ধরেন এবং বলেন, তার পিতা মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে থাকার পর নির্মমভাবে মারা গেছেন। তিনি ভোট পেলে তাঁর পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
উপজেলার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ও ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম।