
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এ বছর উন্মুক্ত স্থানে কোনো বিভাগীয় তাফসির মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে আজহারী লেখেন, গত বছর দেশের আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও, বিপুল জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ব্যাপক দায়িত্ব পড়েছিল।
তিনি উল্লেখ করেন, বর্তমানে সারাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক দলগুলো এখন বড় বড় জনসভা করছে, যার ফলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
তার মতে, এই পরিস্থিতিতে বড় পরিসরে তাফসির মাহফিল আয়োজন করা যুক্তিসঙ্গত হবে না, কারণ এতে নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তি দায়িত্ব পড়বে।
আজহারী বলেন, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ বছর উন্মুক্ত মাঠে কোনো বিভাগীয় তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূল হলে আবার এসব মাহফিল আয়োজন করা হবে।
এ ছাড়া তিনি আরও জানান, সম্প্রতি প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রমে তিনি এখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত রয়েছেন এবং শিক্ষা খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন।
পোস্টের শেষে মিজানুর রহমান আজহারী সবাইকে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় শুভেচ্ছা জানান।