
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান মর্যাদার অধিকারী। তাঁর দাবি, ভিন্ন ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ আখ্যা দিয়ে নাগরিক অধিকার হরণের মাধ্যমে কিছু মহল রাজনৈতিক ফায়দা লুটে আসছে। ইসলাম কখনো জোর করে কিছু চাপিয়ে দেয় না; বরং প্রত্যেককে নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দেয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খুলনার ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির আয়োজনে বান্দা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। মুসলিম হোক বা অমুসলিম—সবাইকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে দিতে হবে। শান্তি, সম্প্রীতি এবং সন্ত্রাসমুক্ত আধুনিক রাষ্ট্র গড়তে সৎ নেতৃত্বকে বিজয়ী করে সংসদে পাঠানো জরুরি।
তিনি আহ্বান জানান, নতুন ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠীর পার্থক্য ভুলে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।
আন্তর্জাতিক পরিসরে ইসলাম নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাস্তবে ইসলামের ছায়াতলে প্রত্যেকে নিরাপদ থাকে। যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দেওয়ার প্রয়োজন হবে না—রাষ্ট্র নিজেই তাদের ধর্ম পালনের পূর্ণ নিশ্চয়তা দেবে।