
আলোচিত সাংবাদিক মুন্নী সাহাকে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় মুন্নী সাহা দুদকের প্রধান কার্যালয়, সেগুনবাগিচায় উপস্থিত হন। সেখান থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করা হয়।
সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী গোষ্ঠীর হয়ে মধ্যস্থতা করার অভিযোগ উঠে আসার পর থেকে তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদক অনুসন্ধানে নামে।
দুদক সূত্রে জানা গেছে, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অনৈতিক সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় এসব বিষয়ের ব্যাখ্যা ও ব্যাখ্যার যৌক্তিকতা জানতে চাওয়া হয় তার কাছে।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, “সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য আমরা পেয়েছি, সেগুলোর সত্যতা যাচাই করতে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।”
টেলিভিশন সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা মুন্নী সাহা দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন। তার বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ ওঠার পরই দুদক তদন্ত কার্যক্রম শুরু করে।
দুদক সূত্র আরও জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে ভবিষ্যতে মুন্নী সাহাকে আবারও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।