
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদপানের কারণে একই এলাকার চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে চারজনের মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠাদিয়া গ্রামে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে মদপানের ঘটনা ঘটে। মদপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজন মারা যান। নিহত চারজনের দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) এবং সিজান বেপারী (২৬)।
টঙ্গীবাড়ি থানার ওসি জানান, চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।