
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেলা সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি মাঠে ওই যুবক কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যেহেতু এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই সুরতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।