
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অভিযোগ করেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়া কিছু রাজনৈতিক দল প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির অজুহাতে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। তার দাবি, যেসব দলের সংসদ নির্বাচনে জয়ের বাস্তব সম্ভাবনা নেই, তারাই এই দাবি তুলছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলা হলরুমে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতিই প্রমাণ করছে অনির্বাচিত সরকার কোনো উন্নয়নই করতে পারে না। তাই নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে সংবিধান অনুযায়ী নির্বাচনই সঙ্কট সমাধানের একমাত্র পথ।
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশবাসী একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। এই নির্বাচন আয়োজনের পদক্ষেপকে বিএনপি স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। তাই জনগণের মন জয় করাই এখন রাজনীতির মূল চ্যালেঞ্জ।