
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে চলমান বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত যোগাযোগ নিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে।
এই কথোপকথনে উভয় নেতা ইউক্রেন পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি এবং ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারত্ব আরও মজবুত করার বিষয়ে মতবিনিময় করেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত ভালো ও বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি জানানোয় তাকে ধন্যবাদ জানিয়েছি। দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছর পরবর্তী সময়ে ভারতে প্রেসিডেন্ট পুতিনকে আতিথ্য দেওয়ার অপেক্ষায় আছি।
ফোনালাপে মোদি আবারও ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এই আলোচনার মাত্র এক দিন আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন, যা দুই দেশের ঘনিষ্ঠতা আরও স্পষ্ট করে।
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র রুশ তেল আমদানি অব্যাহত রাখার জেরে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, যা দিল্লি ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জ্বালানি নীতি বাজারভিত্তিক এবং দেশের ১৪০ কোটিরও বেশি জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ ২০২১ সালের ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে ভারত সফর করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি গত বছর দু'বার রাশিয়া সফর করেছেন, যা দুই দেশের কৌশলগত অংশীদারত্বের দৃঢ়তা তুলে ধরে।