
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরির পর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আপত্তিকর ও অস্বাভাবিক পোস্ট দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
চুরি হওয়া ফোন থেকে রাতেই মেহেদী হাসানের ফেসবুক আইডিতে একাধিক অস্বাভাবিক স্ট্যাটাস দেখা যায়। একটি পোস্টে লেখা হয়, “১, ২, ৩, ৪ ডাকসুর…”, অপর একটিতে লেখা হয়, “…ইলেকশন। করতাম না। প্রেম করাম আমি”।
এ পরিস্থিতিতে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ফেসবুক পোস্টে লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন।”