
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চালানো একদিনের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার, ১২ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত চলে এ অভিযান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযান চলাকালে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি সামুরাই অস্ত্রও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) এবং মো. সুমন (৩২)।
ডেপুটি কমিশনার তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি, কেউ দস্যুতার মামলায় জড়িত, আবার কারও বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তাদের আদালতে হাজির করা হয়েছে।