
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পর কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় কোনোভাবেই আপস করবেন না, প্রয়োজনে এর জন্য মূল্য দিতেও তিনি প্রস্তুত।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খোলেন মোদি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, “কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।”
মোদির এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার আরও বাড়িয়েছে। বিশেষ করে কৃষিপণ্য খাতে এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারতীয় কৃষিপণ্যের মার্কিন বাজারে প্রবেশকে জটিল করে তুলছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের দিক থেকেও একটি চাপ রয়েছে। দেশটি চায়, তাদের কৃষিপণ্য ভারতীয় বাজারে আরও বেশি প্রবেশাধিকার পাক। তবে আমদানির ক্ষেত্রে ভারতে মার্কিন পণ্যের ওপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়, তা যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
এর আগেই ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। তারপর, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করলে শুল্ক আরও বাড়ানোর হুমকি আসে। অবশেষে বুধবার, পাল্টা শুল্কের হার বাড়িয়ে মোট ৫০ শতাংশে উন্নীত করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুল্ক আরোপের নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য ছিল ভারতের কৃষি বাজারে প্রবেশাধিকারের সুযোগ পাওয়া। কিন্তু নয়াদিল্লি সে দাবি প্রত্যাখ্যান করে। এই প্রেক্ষাপটে মোদির "কৃষকের স্বার্থে আপসহীন" অবস্থানকে অনেকেই যুক্তরাষ্ট্রের চাপের সরাসরি জবাব হিসেবে দেখছেন।