
রাজধানীর আজিমপুর দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।
ঘটনাটি নিশ্চিত করে লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে—এমন খবর আমরা পেয়েছি। তবে এর বাইরে কোনো তথ্য আমাদের কাছে নেই।”
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একটি গোপন কক্ষের সন্ধান মেলে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবন থেকেই গাড়িগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও পাওয়া গেছে। তবে আটক ম্যানেজার গাড়িগুলোর মালিকানা বা সঠিক তথ্য জানাতে পারেননি।