
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত খোজিন ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মি. অ্যানটন চেরনোভ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দু’পক্ষ বাংলাদেশে চলমান সামগ্রিক পরিস্থিতি, ঢাকা-মস্কোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে ঘিরে তাদের আগ্রহ ভবিষ্যতেও অটুট থাকবে এবং দেশে রাশিয়ান বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত খোজিন রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে অংশগ্রহণের জন্য জামায়াত আমিরকে আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।